মালদা তে স্নাতকস্তরে গণহারে পরীক্ষার্থীদের ফেল করার ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।

0
55

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৪ জুলাই:-  মালদা তে স্নাতকস্তরে গণহারে পরীক্ষার্থীদের ফেল করার ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের গৌড় কলেজে সংশ্লিষ্ট এলাকার তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান। এরপরই গৌড় কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবির বিষয়ে একটি ডেপুটেশনে দেওয়া হয়।
পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ বলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ এবারের স্নাতকস্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষায় মাত্র তিন শতাংশ পরীক্ষার্থীরা পাস করেছে। এতটা ফল খারাপ হওয়ার কথা নয়। এই ঘটনার পিছনেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশের চরম গাফিলতি রয়েছে। নিয়মিত পঠন পাঠন না হওয়া এর পিছনে দায়ি।