লোকসভার সাফল্যের পর মদনমোহন মন্দিরে পুজো দিলেন তৃনমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

0
25

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা ৪ জুলাইঃ- ১০১টি মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নেমে সাফলতা পেয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। লোকসভা নির্বাচনে জয়ের পর ফের ১০১টি মন্দিরে পুজো দেবেন তিনি। আজ তার প্রথম দিন। প্রথমদিনে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন এসটি এসসি সেলের জেলা সভাপতি পরেশ চন্দ্র বর্মণ, রাকেশ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
জানা গেছে, ২০২৪ সালের লোকসভা ভোটের তৃণমূল প্রার্থী ঘোষণার পর দলীয় প্রার্থী যাতে জয়ী হন সেই আশা নিয়ে কোচবিহার জেলার ১০১টি মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার স্টেশন মোড় সংলগ্ন এলাকায় একটি হোম যজ্ঞের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। লোকসভা নির্বাচনের কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে। সেই অনুযায়ী ১০১টি পুজো দেওয়ার জেলা সভাপতির মানদ পূরণ হয়েছে। প্রার্থীর সাফল্যের পর ফের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ১০১টি মন্দিরে পুজো দেবেন। আজ তার প্রথম দিনে তিনি কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেন।
এদিন এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দলীয় প্রার্থীর হয়ে পুজো দিয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলাম। আমাদের জয়ের পর আবার সব দেবতার কাছে গিয়ে আমাদের সাফলতা পেয়েছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হবে। আগামী দিনের পথ চলা প্রসস্থ করতে হবে। কোচবিহারের মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমার কৃতজ্ঞতা জানাই। মানুষ যা রায় দিয়েছে, আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নির্বাচনে জয়ী হয়েছে,আমাদের দায়িত্ব বেরেছে। এখন মানুষের জন্য কাজ করার সংকল্প করতে হবে। কারন মানুষের শেষ জায়গা হল ঈশ্বর। সেখানে সবাইকে আসতেই হবে। তাই আমরা ১০১টি মন্দিরে পুজো দিয়ে কোচবিহার স্টেশন মোড় সংলগ্ন এলাকায় হোম যজ্ঞের মধ্য দিয়ে পুজো শেষ করা হবে বলে জানান তিনি।