চেন্নাই কাজ করতে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের।

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—– চার মাস আগে হয়েছিল বিয়ে।পরিবারের মুখে দুমুঠো ভাত জোগাড়ের আশায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক।চেন্নাই কাজ করতে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের।বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম‌ রোড রেল স্টেশনের কাছে।জানা গিয়েছে,মৃত যুবকের নাম সাবেদুল আলি (২১)।তাঁর বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে।যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।বারেবারে জ্ঞান হারাচ্ছে মৃত যুবকের বয়স্ক বাবা-মা ও স্ত্রী।দেহ বাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
মঙ্গলবার রাত আটটা নাগাদ গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমন্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাইয়ে রেল লাইনের কাজ করার জন্য রওনা দেয়।সঙ্গে ছিল আরো ১৩ জন শ্রমিক।ওই যুবক এদিন ভোরে ট্রেনের দরজার সামনে বসে ছিল বলে অভিযোগ।বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেননি।আচমকা সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।ঠিকাদার পারভেজ আলি বলেন,সাবেদুল ট্রেনের দরজার ধারে বসে ছিল।তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা শোনেনি।আচমকা ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।দেহটি নিয়ে আসার জন্য ব্যবস্থা করছি।