দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পি ডাব্লিউ ডি দপ্তর থেকে।

0
25

নিজস্ব সংবাদদাতা, দেবাশীষ পাল, মালদা:— শুক্রবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগুয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পি ডাব্লিউ ডি দপ্তর থেকে। এই ঘটনার ফলে শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনী এলাকায়। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একটি ক্লাব ঘর ও একটি দলীয় কার্যালয়।এই অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ, এছাড়া ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবির সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ। অভিযান চলাকালীন স্থানীয় কোন ব্যক্তি বা দলের ও ক্লাব সদস্য অভিযানে কোনো বাধা দেয়নি।
কিন্তু এই অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জন হালদার। তিনি জানান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পার্শ্ববর্তী পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙ্গা হচ্ছে অথচ মঙ্গলবাড়ী এলাকায় জাতীয় সড়কের দুই ধারে প্রচুর পাকা ঘর রয়েছে সেগুলি ভাঙ্গা হচ্ছে না | শুধু আমাদের দুটি ঘর ভাঙ্গা হচ্ছে। এই দলীয় কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর সহ কর্মীরা ওঠাবসা করে | তাছাড়া দীর্ঘ ৫০ বছর ধরে থাকা একটি ক্লাবকেও ভেঙে ফেলা হয় |
এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান, পাশে একটি পাম্প রয়েছে সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতে ডিড করেছিল, তারই ভিত্তিতে আদালতের অর্ডার হয়েছে এবং সে অর্ডার মালদা সদর মহকুমা শাসক কে পাঠানো হয়েছিল ,যেন দেড় মাসের মধ্যে অবৈধ দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয়। মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আজকে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙ্গা হচ্ছে |