দেখলে মনে হবে পুকুর, কিন্তু এটি মানুষের যাতায়াতের রাস্তা।

0
31

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে কালনা গেটে রেলগেটে দীর্ঘক্ষণ পড়ে থাকার জন্য সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ। তাই তৈরি করা হয়েছিল একটি সুরঙ্গ পথ। সেই সুরঙ্গ পথ যেন এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে টানেলের মধ্যে। যাতায়াতের বিরাট অসুবিধা হয় কালনাগেট সংলগ্ন এলাকার বাসিন্দাদের এবং কুলের ছাত্র-ছাত্রীদের । আর যদি রেলগেট পেরিয়ে যেতে হয় তাহলে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।তাই সাধারণ মানুষ চাইছেন এই টানেললের একটি উপযুক্ত ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের সমস্যার কথা শুনবে কে। বিগত কয়েকদিন শহর বর্ধমানের মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে তাতেই কালনা গেটের এই সুরঙ্গ পথটি যেনো পুকুরে পরিণত হয়েছে। আপনিও দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা মানুষের যাতায়াতের রাস্তা নাকি পুকুর। বর্ধমান পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সুরঙ্গ পথটি। এই বিষয় নিয়ে আমরা যখন স্থানীয় কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । যারা নিয়মিত ওই টানেলের ভেতর দিয়ে যাতায়াত করেন তারা ক্যামেরার সামনে ক্ষোভ উগ্র দিচ্ছেন ।
আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় তৃণমূল নেতা শিবু ঘোষের সাথে তিনি এর জন্য দায়ী করেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে