নষ্ট করা হল গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার দীর্ঘদিনের আগেকার বোমা।

0
23

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে এক সপ্তাহের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার দীর্ঘদিনের আগেকার বোমা। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলা ও গোপীবল্লভপুরের একাধিক আধিকারিক এর উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে বোম্ব স্কোয়াড এর সহায়তা নিয়ে ফাটানো হয় বোমাটি।ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তির্ণ এলাকায় বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটানো হয়।এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সারফারাজ ,গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়,সাব ইন্সপেক্টর সন্দিপ সিংহ,গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।
উল্লেখ্য গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় বহু পুরোনো একটি বিশালাকার বোমা। স্থানীয়দের অনুমান উদ্ধার হওয়া বোমাটি প্রায় ইংরেজ আমলের।তবে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।পরে প্রশাসনের তরফে থেকে সেই বোমা নষ্ট করা হয়।