বালুরঘাট শহর জুড়ে চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সতর্ক অভিযান।

0
17

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- শহর জুড়ে চলছে সতর্ক অভিযান। অভিযানের নেতৃত্বে বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বালুরঘাট শহর জুড়ে চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সতর্ক অভিযান বালুরঘাট পৌরসভা জানা গেছে 10 জুলাই অব্দি সময়সীমা বেধে দেওয়া হয়েছে। ১১ই জুলাই থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা। দশই জুলাই অব্দি যেসব দোকানদারেরা তাদের দোকানের সামগ্রী ও ফুটপাত দখল করে ব্যবসা করছে আর সেসব দোকানদারদের সতর্ক করা হচ্ছে ১০ই জুলাই অব্দি সময়সীমা তারপর ১১ জুলাই থেকে করা পদক্ষেপ গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা এদিনও ঠিক একই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় এদিন বালুরঘাট শহরের মধ্যস্থল বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে অভিযান চালানো হয় এদিন এই অভিযান শেষ হয় বালুরঘাট হিলি মোড় অবধি। এদিন একাধিক দোকানদারদের সতর্ক করা হয় যে সমস্ত দোকানদারদের ব্যবসায়িক সামগ্রী ফুটপাতের উপর ছিল সেই সব পৌরসভার তরফ থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি যে সমস্ত যানবাহন রাস্তার উপরে পাট করা ছিল সে সমস্ত যানবাহন গুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১১ই জুলাই থেকে যে সমস্ত গাড়িগুলো রাস্তার উপর পাক করা থাকবে সে সমস্ত গাড়িগুলোকে ফাইন করবে প্রশাসন। এদিন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র পাশাপাশি পৌর আধিকারিক ও জনপ্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। এদিনের অভিযানে অস্তিত্ব ছিল বালুরঘাট সদর ট্রাফিক ওসি প্রদীপ দাস পাশাপাশি বালুরঘাট পুলিশ প্রশাসন। বিদ্যুৎ দপ্তর কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এদিন পৌরসভার তরফ থেকে ও প্রশাসনের তরফ থেকে করা নির্দেশ দেওয়া হয় দোকানদারদের জানানো হয় দশই জুলাই অব্দি সরকারি সময়সীমা তারপর 11 জুলাই থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। রীতিমতো শহরজুড়ে মাইকিং করে জানানো হচ্ছে দোকানদারদের হোডিং পোস্টার ব্যবসায়িক সামগ্রী কোন কিছুই ফুটপাত দখল করে রাখা যাবে না বা ব্যবসা করা যাবে না।