মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের,পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের।

0
35

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের যুবক হোসেন আলির। গৃহ শিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী হয়। গত ১০ই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত ২৮শে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে ২রা জুলাই হোসেন আলি ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেইদিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলির ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপ-সংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধানাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলিকে। গতকাল মেদিনীপুর সংশোধানাগারে মৃত্যু হয় হোসেনের। হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে। কিন্তু তার পরিবারের দাবি, হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে। পূর্নাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত্য দেহ নিতে অস্বীকার করে পরিবার।