কালো মেঘের অবসান ঘটিয়ে মানিকচক সমষ্টি আধিকারিকের নির্দেশে আজ ১৬ জন সদস্যের সমর্থনে প্রধানের দায়িত্ব পেলেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডল।

0
22

নিজস্ব সংবাদদাতা, মালদা,মানিকচক:-  মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম বিগত ১৫ দিন ধরে থমকে ছিল। কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে মানিকচক পুলিশের হাতে, বর্তমানে শ্রীঘরে। ফলে পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হচ্ছিল দিনের পর দিন। উপরন্ত ছিল জনসাধারণের চাপ। রাস্তাঘাট পানীয় জল ভাতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাহত হচ্ছিল পরিষেবা। ফলে সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। শেষমেষ সব কালো মেঘের অবসান ঘটিয়ে মানিকচক সমষ্টি আধিকারিকের নির্দেশে আজ ১৬ জন সদস্যের সমর্থনে প্রধানের দায়িত্ব পেলেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডল। নবনিযুক্ত প্রধান জানান আমরা বিগত ১৫ দিন ধরে কোন কাজকর্মই করতে পারছিলাম না। ফলে এলাকার বিভিন্ন সমস্যা থেকেও থেকে যাচ্ছিল। আজ আমি দায়িত্ব পেলাম। আগামী দিনে পঞ্চায়েত পরিষেবা যাতে সাধারণ মানুষ সঠিক গতিতে পৌঁছই সে চেষ্টা রাখব।
এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য সৌরভ পোদ্দার জানান, প্রধান সাহেব না থাকায় ব্যাহত হচ্ছিল পরিষেবা। এলাকার উন্নয়ন কোনভাবেই এগোচ্ছিল না। এ বিষয়ে আমরা মানিকচক বিডিও সাহেবকে জানিয়েছিলাম। আজ বিডিও সাহেবের নির্দেশে পঞ্চায়েতের নব নিযুক্ত প্রধানের আরজি পূরণ হল। আগামী দিনে পঞ্চায়েত পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষ পাবে বলে জানান তিনি।