দীর্ঘদিন বেতন না পেয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরোধী শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিং এর ১১৬ জন অস্থায়ী কর্মী।

0
46

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন বেতন না পেয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরোধী শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিং এর ১১৬ জন অস্থায়ী কর্মী ঠিকাদার সংস্থার নিয়ন্ত্রণে কাজ করেন এই কর্মীরা যাদের অভিযোগ বিগত প্রায় এক বছর ধরে তাদের বেতন হচ্ছে না এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ তার বক্তব্য জেলা হাসপাতাল থেকে ঠিকাদার সংস্থার পাঠানো বিল ট্রেজারিতে পাঠালেও ট্রেজারি অফিসার সেই দিন ছাড়তে চাইছেন না একাধিকবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে জারিয়েও এই সমস্যার সমাধান হয়নি পুরনো বিল্ডিং এর ১৪ জন কর্মী কর্মীতে যাওয়ায় পরিষেবা বিঘ্নিত হবে তা স্বীকার করেছেন হাসপাতাল সুপার।