ফের উচ্ছেদ অভিযান নামলো জেলা প্রশাসন ।

0
33

নিজস্ব সংবাদদাতা, দেবাশীষ পাল, মালদা:—-ফের উচ্ছেদ অভিযান নামলো জেলা প্রশাসন । এবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার উপর জবরদখল হয়ে থাকা ক্লাব উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। সোমবার সাত সকাল ঘটনা কি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় জুড়ে। এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এর নেতৃত্বে চলে এই অভিযান। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পৃথ্বীশ চ্যাটার্জী মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী ও ব্লক প্রশাসন এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাব ঘর।জানা গিয়েছে পিডব্লুউডির জায়গা জবরদখল করে গড়ে ওঠা একটি টিনের ক্লাবঘর উচ্ছেদ করতে নামানো হল বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিলেন খোদ সদর মহকুমা শাসক। তার উপস্থিতিতেই বুলডোজার চালিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হল টিনের ক্লাবঘর। সোমবার সাত সকালে মালদা জেলা প্রশাসনের তরফে এমনই জবরদখলমুক্ত অভিযান নজরে এল পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের গোটাপাড়া এলাকায়। জানা গেছে, আদিনা স্টেশন যাওয়ার রাস্তায় গোটাপাড়ার কাছে পিডব্লুউডির জায়গা দখল করে বছর খানেক আগে একটি টিনের ক্লাবঘর গড়ে ওঠা। ওই ক্লাবঘর নিয়ে আপত্তি জানান ক্লাবের ঠিকপাশেই বসবাসকারী এক মহিলা। এছাড়াও এলাকাবাসীর তরফে ক্লাবে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ তোলা হয়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লাবঘর সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে সাতদিনের সময়সীমা দেওয়া হয়। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই নোটিশে কর্ণপাত না করায় সোমবার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বিশাল পুলিশ বাহিনী নিয়ে, বুলডোজার চালিয়ে ওই টিনের ক্লাবঘর ভেঙে গুঁড়িয়ে দেন। তবে সরকারি জায়গা জবরদখল করে থাকা সামান্য একটি ক্লাবঘর উচ্ছেদ করতে গোটা এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়ার ঘটনায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকায় ।