কোলাঘাট গ্রীন ট্রাভেলসের উদ্যোগে হাওড়া দীঘা গামী কোলাঘাট বাস স্ট্যান্ডে অস্থায়ী যাত্রী সেড নির্মাণ।

0
24

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ১১৬ বি জাতীয় সড়কে দৈনিক বাস যাত্রীদের অপেক্ষা করার জন্য খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে থাকতে হতো, তাতে প্রচন্ড রোদ হোক বা ঝড়-বৃষ্টি, ঠিকমত অবস্থায় দৈনিক যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার রথযাত্রার শুভ দিনে কোলাঘাট গ্রীন ট্রাভেলসের উদ্যোগে তৈরি করা হলো অস্থায়ী ভাবে যাত্রী সেড, গত বছরও সংগঠনের তরফে তৈরি করা হয়েছিল যাত্রী সেড, কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে তা ভেঙে গিয়েছে, এরপর দৈনিক যাত্রীদের আবেদন জমা হয় সোশ্যাল মিডিয়াতে, তারপরই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা, কোলাঘাট গ্রীন ট্রাভেলসের সদস্য বিপ্লব ভট্টাচার্য নিয়েছেন সাধারণ মানুষের আবেদন করার পরেই আমাদের এই উদ্যোগ, মূলত আমাদেরই সংগঠন তৈরি করা হয়েছে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে বৃক্ষরোপনের জন্য, কিন্তু সাধারণ মানুষের আবেদনেই আমরা এই উদ্যোগ নিয়েছি, পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দৈনিক যাত্রীদের কথা মাথায় রেখে পাকাপোক্তভাবে একটি যাত্রী সেড নির্মাণ করেন, তবে যাই হোক সংগঠনের এই উদ্যোগ দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন দৈনিক যাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।