নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঢাকে কাঠি পরে গেল! বেজে গেল পুজোর বাদ্যি! খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল ফালাকাটা মসলাপট্টি সার্বজনীনের পুজো প্রস্তুতি। হাতে গুনে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।রথের পূন্যতিথীতে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পুজোর সূচনা হলো ফালাকাটায়। রবিবার খুঁটি পুজো ও থিম উন্মোচনের মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা করলো ফালাকাটা মসলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবছরই ফালাকাটা মসলাপট্টি সার্বজনীন দর্শনার্থীদের জন্য কিছু আলাদা করবার চেষ্টা করে থেকে। প্রতিবছর নতুন ভাবনা নিয়ে তাদের পুজো মণ্ডপ গড়ে ওঠে। দর্শনার্থীরা এবং আপামর ফালাকাটাবাসী চেয়ে থাকে এই পুজোর মন্ডপের দিকে। এবছর দর্শনার্থীরা নতুন ভাবনার শিল্পকর্ম খুঁজে পাবে এই পুজো মন্ডপে বলে জানিয়েছেন তারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল ফালাকাটা মসলাপট্টি সার্বজনীনের পুজো প্রস্তুতি।