গরু পাহারায় এখন তমলুক থানার পুলিশ ।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ২রা জুলাই নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে গরু পাচার আটকায় তমলুক থানার পুলিশ। বেশ কয়েকটি গাড়িতে প্রায় ১৯৮ টি গরু পাচার হচ্ছিল, সেই সময় তমলুক থানার পুলিশ গাড়ি গুলো আটক করে গরু পাচার রোধ করে। তাঁর পাশাপাশি ১৬ জন গরু পাচারকারী কে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত ওই উদ্ধার হওয়া গরু গুলিকে তমলুকে এক ফাঁকা মাঠে অস্থায়ী খাটাল তৈরি করে রাখা হয়েছে।
পাচার হওয়া গরু আটক হওয়ার পর তমলুক জেলা আদালত আটক করা গরু গুলিকে প্রানী সম্পদ দপ্তরের দায়িত্বে নেওয়ার নির্দেশ দিলেও প্রায় চার দিন কেটে গেলেও এখন পর্যন্ত সেই গরুগুলি পুলিশের রক্ষনাবেক্ষণেই থাকে। সারাদিনের খাওয়া দাওয়া, ওষুধ সব কিছুই জল সব কিছুই লোক দিয়ে দেখভাল করা হচ্ছে গরুগুলোর। দিনরাত এক করে পুলিশি পাহারায় গরুগুলির রক্ষনাবেক্ষণ চলছে। পাশাপাশি গৃহপালিত এই পশুগুলিকে পশু চিকিৎসক দিয়ে তাঁদের চিকিৎসাও করানো হচ্ছে। তাঁদের খাওয়া দাওয়া, থেকে শুরু করে জল সবকিছুই ব্যবস্থা করেছে পুলিশ। এক প্রকার গরু পাহারায় রয়েছে পুলিশ। প্রানী সম্পদ দপ্তর কবে এই গরুগুলি তাঁদের হেফাজতে নেয় সেটাই দেখার।