বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার তাৎপর্য।

0
42

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  পরিবারের মঙ্গল কামনায় সাধারণত বিপত্তারিণী ব্রত পালন করেন মহিলারা। সাধারণত আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মাঝে থাকা যে কোনো মঙ্গলবার শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত। এবছর বিপত্তারিণী ব্রত পালনের প্রথম দিন মঙ্গলবার অর্থাৎ ৯ ই জুলাই। সাধারণত ১৩ রকমের ফুল এবং ফল দিয়ে এই ব্রত উদযাপন করতে হয়। সঙ্গে থাকে তেরো রকমের নৈবেদ্য। বাক সংযমের মাধ্যমে নিষ্ঠা ভরে বিপত্তারিণী ব্রত পালন করেন বাড়ির মহিলারা। পুজো শেষে ১৩ গাছি দুব্বা ১৩ টি গীট বাধা লাল সুতো পড়েন বা হাতে। পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে এই লাল সুতো পুরুষেরা পড়েন ডান হাতে। তেরো রকমের ফুল ফলের পাশাপাশি ১৩ টি পান ১৩ টি সুপুরি ১৩ টি এলাচ নিবেদন করতে হয় মায়ের কাছে। আর এই চিত্র উঠে এল বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে।প্রচলিত বিশ্বাস নিষ্ঠাভরে এই পূজা করলে কোন বিপদ স্পর্শ করতে পারে না। বিপত্তারিণী ব্রত যারা পালন করেন তারা এদিন অন্ন জাতীয় কিছু খান না।