নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তা বেহাল হয়ে পড়েছে প্রায় এক বছর আগে। এক বছরে তিন তিন বার পথ অবরোধ পর অবশেষে রাস্তার কাজ শুরু হতে চলেছে। মঙ্গলবার জটেশ্বর খগেনহাট প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো। জানা গিয়েছে, ওই কাজের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে। এদিন জটেশ্বর চৌপথি এলাকায় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মুস্তাফা আলি প্রমুখ। দীর্ঘ অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।