চা বাগানের শিশুদের ভিটামিন ও পুষ্টিকর সাপ্লিমেন্ট ও প্রদান করা হয়না – এই অভিযোগে সবর হলেন স্থানীয়রা।

0
44

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এলাকার শিশু ও মহিলারা আশা কর্মীর থেকে সঠিক পরিষেবা পান না। অভিযোগ, চা বাগানের শিশুদের ভিটামিন ও পুষ্টিকর সাপ্লিমেন্ট ও প্রদান করা হয়না। এই অভিযোগে সবর হলেন স্থানীয়রা। অভিযোগ, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের সুস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী উমা দাস শর্মা এলাকার প্রসূতি ও গর্ভবতী মহিলাদের যে পরিষেবা দেওয়ার কথা তা দেন না। সংশ্লিষ্ট এলাকার দুজন শিশুকে দুই বছর থেকে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া বন্ধ রেখেছেন ওই আশাকর্মী। শিশুর পরিবারের সদস্যরা সেই সাপ্লিমেন্ট দেওয়ার দাবি তুললেও কর্ণপাত করেননি ওই আশা কর্মী বলে অভিযোগ। এদিকে ওই আশা কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তাসাটি চাবাগানের বাসিন্দাদের একাংশ।