নিজস্ব সংবাদদাতা, মালদা : –ছোটো গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে মৃত্যু হল তিন নির্মাণ শ্রমিকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-২নং ব্লক এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত তিন নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে সেখ রিন্টু, বয়স ২৮ বছর, তোফাজুল, বয়স ২৮ বছর ও রশিদুল, বয়স ৩৪ বছর। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া-২নং ব্লকের পরাণপুর অঞ্চলের নমোটোলা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলাবোনায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোটো গাড়িতে ঢালাই মেশিন’ চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তুলসিহাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের। এবং গাড়িতে থাকা মোট ১১জন শ্রমিক কম-বেশি আহত হন। আহতদের প্রথমে ভরতি করা হয় মশালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর। গাড়ি দুর্ঘটনায় তিন-তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলা সিটু নেতৃত্ব। সিটু নেতা দেবজ্যোতি সিনহা, নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা, সমবেদনা জানান। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন তারা।