বাসুরিয়া ,সুতইল ,জিগাতলি, বাজরাপুকুর ,মনোহোলি,শিব তোলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

0
21

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া ,সুতইল ,জিগাতলি, বাজরাপুকুর ,মনোহোলি,শিব তোলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত কয়েকদিন যাবত জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই বৃষ্টি হবার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনরভা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষ চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জল স্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামী কালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা চলমগ্ন হবার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারি আমাদের খোঁজ নিতে আসেনি।