ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ টি পরিবার চিন্তায়।

0
26

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – শুধুমাত্র এই স্বপ্ননীল নয় এইরকম প্রচুর স্বপ্নণীর বাড়ি ভাঙ্গা পড়বে এলাকার। কারণ ওই সামনেই দেখতে পাচ্ছেন রেলের অধিকৃত জমি জন্য পিলার ইতিমধ্যেই পোতা হয়েছে আর এই অধিকৃত জমির মধ্যে দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এইরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলাশাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোন চিত্র পাওয়া যায়নি।
উল্লেখ্য গতবছর পূজোর পর থেকেই স্থানীয় জমি দাতারা শুনছেন টাকা পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত তাদের একাউন্টে কোন টাকা এসে পৌঁছায়নি। পাশাপাশি জমি দাতাদের অভিযোগ জমির দাম কি দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোন কিছুই জানায়নি জমি দাতাদের জায়গা জমি বসতবাড়ি সমস্ত কিছু ছেড়েই অন্যত্র চলে যেতে হবে। তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুন ভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না জমিয়া তারা কেননা তাদের জমির কি দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানালি বলে অভিযোগ। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ টি পরিবারের অবস্থা এরকম স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সে টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক