মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ — গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এখন নাবালিকা মেয়ে। ঘটনাতে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর শংকরটোলা এলাকায়। নাবালিকা মেয়ের মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করেছে গোটা এলাকাজুড়ে। জানা গেছে মৃত নাবালিকা মেয়ের নাম প্রিয়া মন্ডল। বয়স আনুমানিক ১৪ বছর। মথুরাপুর তিলক সুন্দরী হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে। ঘটনা সম্পর্কে জানা গেছে গতকাল অর্থাৎ শনিবার বাবার অসনি মন্ডল টোটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর মায়ের সাথে শনিবার হাটে যায় প্রিয়া। মাকে বলে সে প্রথমে হাট থেকে বাড়ি ফিরে আসে। এরপর বিকাল নাগাদ পরিবারের লোকজন দেখেন প্রিয়া ছাদের শ্রীঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে কি কারনে আত্মহত্যা করল প্রিয়া তা বুঝতে উঠে পারছেন না পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকাল নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ।