পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্ঘটনাকে এড়াতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে মেচেদায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা হয়। এইদিন রাস্তায় নেমে হেলমেটহিন বাইক চালকদের ধরে সতর্ক করে কোলাঘাট থানার পুলিশ আধিকারিকেরা ,পাশাপাশি একটি বাইকে তিনজন যাওয়া বা বিনা লাইসেন্সে গাড়ি চালানোর বিরুদ্ধে পথে নেমে সচেতন করল ট্রাফিক পুলিশ, অন্যদিকে হেলমেট বিহীন বাইক চালকদের ফাইন করা হয়, পাশাপাশি সতর্ক করা হয় আগামী দিনে তারা হেলমেট পড়ে রাস্তায় বাইক চালায় । এদিন সচেতন করতে র্যালির মাধ্যমে সচেতন বার্তা দেন তারা। উপস্থিত ছিলেন ট্রাফিক অফিসারের ডিএসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মেচেদা এলাকা পায়ে হেঁটে ঘুরে সচেতনতার বার্তা দেন ট্রাফিক পুলিশ আধিকারিকরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা দুর্ঘটনাকে এড়াতে কোলাঘাট থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন...