সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদার চাঁচল থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে সোমবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা,০৮জুলাই:- সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদার চাঁচল থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে সোমবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে।সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে এদিন একটি সচেতনতা র‍্যালি করা হয়। র‍্যালিটি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউ থেকে শুরু করে চাঁচোল নেতাজি মোড় সহ বিভিন্ন জায়গায় পরিক্রমা করে পুনরায় সিদ্ধেশ্বরী স্কুলে র‍্যালি শেষ হয়।এনসিসি,এনএসএস,জয় হিন্দ বাহিনী ইউনিটের ছাত্রছাত্রীদের র‍্যালিতে অংশগ্রহণ নেই।উপস্থিত ছিলেন মালদা জেলা প্রশাসনের আদিকারীক ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং,ট্র্যাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার,চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ড,চাঁচল মহকুমা ট্রাফিক ওসি নিখিল চক্রবর্তী,চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক,শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী পার্থ চক্রবর্তী, সহ অন্যান্যরা।