কাব্য : রাণু সরকার।

0
20

গভীর চুম্বিত হলো কাব্য
সেই কারণেই সে এতো গভীর মনোগত,
ও অতিশয় মিষ্টতা।

কাব্য কিন্তু কথা বলতে পারেনা থাকে শব্দহীন- ব্যাঞ্জনায় অন্তরের সমস্ত তন্ত্রীকে বিচলিত করে ভাবনায় ফেলে।

কাব্য বেদনপূর্ণ, আবার সমব্যথী
কাব্যের মনোহর সাজসজ্জায় মথিত করে হৃদয়–তখন হয় অশ্রুবর্ষণ।

কাব্য উপলব্ধির মৃদু কম্পন
কবির হৃদয় মথিত চলভাষ ও উদ্বেগে দোল খাওয়ায়।