ফিল্মি কায়দায় অপহরণের ছক কষলেও সেটা বানচাল করলো পুলিশ।

0
27

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফিল্মি কায়দায় অপহরণের ছক কষলেও সেটা বানচাল করলো পুলিশ।টোটো চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুল ছাত্রকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলা জুড়ে। তবে অপহরণের এক ঘন্টার মধ্যেই খুদে পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার করা হয়েছে অপহরণ কান্ডের মাস্টারমাইন্ড কে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারায় অন্য দিনের মতোই বন্ধুদের সাথে টোটো করে স্কুলে যাচ্ছিল আশীষ আগারওয়ালের ছয় বছরের ছেলে। সেই টোটো মধু চা বাগান পার হতেই বাইকে করে এসে দুই দুষ্কৃতি টোটো আটকে দাঁড়িয়ে পড়ে। টোটোর ভেতর থেকে অসিত বাবুর ছেলেকে টেনে বের করতে চায় দুই দুষ্কৃতি। টোটো চালক বাধা দিলে বন্দুক বের করে তার মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারপর টোটোয় থাকা অন্য চার পড়ুয়ার নাকে মুখে রাসায়নিক স্প্রে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ শোরগোল পড়ে যায় এলাকায়। টোটো চালক ফোন করে সমস্ত ঘটনা আশীষ বাবুকে জানায়।এই ঘটনার পর হাসিমারা আউট পোস্টে গিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তদন্ত শুরু করার ১ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত কে গ্রেফতার করে এবং অন্য দুই সন্দেহভাজন কে আটক করে পুলিশ। সেই সাথে অপহরণ কাণ্ডে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র টি উদ্ধার করা হয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ক্ষুদে পড়ুয়া কে আমরা উদ্ধার করেছি এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।