বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলা শাসক নিতীন সিংহানিয়া।

0
32

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলা শাসক নিতীন সিংহানিয়া। বামনগোলা ব্লকের,গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েত,সাপমারী,ময়নাফালা,গোয়াপাড়া,আমরাতুলি,মাল ডাঙ্গা, গুনাইডাঙ্গা, এলাকায় প্রায় ৫০০০ হাজার পরিবারের বসবাস।তাদের সবরকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক।যদিও সাপমারী গ্রামবাসী, দাবি এলাকাবাসী সুবিধার জন্য একটা ব্রিজ খুব দরকার এছাড়াও এলাকার স্কুল পরিদর্শন করেন জেলা শাসক স্কুল খোলার নিদের্শ দিয়েছে। এবং গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে ঘুরে দেখার কোনরকম অসুখ-বিসুখ হচ্ছে কিনা সে বিষয়ে বিএমওএইচকে নির্দেশ দেন। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতীণ সিংহানিয়া, অতিরিক্ত পিয়ুষ সালুঙ্কে ,সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং,বামনগোলা বিডিও মনোজিৎ রায়,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস সহ সহ অন্যান্য আধিকারিকেরা।