মালদা জেলার গাজোল ব্লকের করকচ অঞ্চলের আটগ্রাম কাঁচা মিঠা এস এস কে স্কুলে জয় জহর স্কুলের সূচনা করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।

0
25

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ জুলাই:-  মালদা জেলার গাজোল ব্লকের করকচ অঞ্চলের আটগ্রাম কাঁচা মিঠা এস এস কে স্কুলে জয় জহর স্কুলের সূচনা করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। এরপর বিশেষ অতিথিদের উত্তরায়নি পড়িয়ে বরণ করে নেন । এর পাশাপাশি মিড ডে মিলের রান্না ঘরে রান্না খতিয়ে দেখেন।
আদিবাসী পড়ুয়াদের স্কুলের ব্যাগ, বই, চকলেট সামগ্রী প্রদান করেন। শুধু তাই নয়,
পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিলের খাবার খান। উপস্থিত ছিলেন
এসডিও পঙ্কজ তামাং , ভিডিও সুদীপ্ত বিশ্বাস , জয়েন বিডিও সুব্রত শ্যামল , গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অত্যন্ত আদিবাসী গ্রামে ঠিক আছে স্কুলের পরে আদিবাসী ভাষিতে পড়ুয়াদের পড়াশোনা শেখানো হবে। আগামী দিনে অভিনব কর্মসূচি নেওয়া হবে।