রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

0
21

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারদুয়ারি বাধ রোড এলাকায়।আজ সকাল থেকেই ওই এলাকায় বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের কাছে এই বারদুয়ারী বাঁধে ২০১৭ সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল।এই বাধ কেটে গিয়েছিল। তারপর মাটি বোঝাই করে সেই বাধের রাস্তায় মেরামত করা হলেও ওপরি অংশ পিচ ঢালাই করে সংস্কার করা হয়নি।আর এর ফলে লাগাদার বৃষ্টিতে বাঁধের রাস্তার উপর চলাচলের চরম ভোগান্তির শিকার হতে হয়।বিগত সপ্তাহেই বেশ কয়েকদিন পরপর বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছে। এই নিয়ে বারবার ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনকে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।তাই আজ সকাল থেকেই এই রাস্তা মেরামত করার জন্য তারা এই বাঁধ রোড অবরোধ করেন।এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।তাই অবিলম্বে এই বাধ রোড সংস্কার না করা হলে তারা অবরোধ তুলবেন না।এদিকে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায়।পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে। করে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন।

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন,এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই জেলায় আলোচনা হয়েছে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।