হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রায় ১৭ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচার করার আগে গ্রেপ্তার এক ভারতীয় যুবক, ঘটনায় চাঞ্চল্য হিলি আন্তর্জাতিক সীমান্তে।

0
43

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আবারো সোনা পাচারের ছক ভেস্তে দিল BSF, বৃহস্পতিবার বেলা দুপুর নাগাদ পাওয়া খবর অনুযায়ী, ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা, গতকাল অর্থাৎ বুধবার এক ভারতীয় কে সোনা পাচারের অভিযোগে আটক করে ।প্রসঙ্গত উল্লেখ্য হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবরই চোরাকারবারিদের সর্গ রাজ্যে পরিনত । তবে সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদা তৎপর, যেকোনো ধরনের চোরাকারবার রুখতে। তারই ফল স্বরূপ ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জোয়ানরা এক ভারতীয়কে বাংলাদেশের সোনা পাচারের আগেই গ্রেফতার করে। হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি বিওপি এলাকায়। ওই যুবকের কাছ থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ । যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। পাশাপাশি ওই ভারতীয় যুবকের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে বিএসএফ। পুরো ঘটনা খতিয়ে দেখছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জোয়ানরা বলে সূত্রের খবর। পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করবে বিএসএফ বলে জানা গেছে।