বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে বালুরঘাট শহরেও চলল বুলডোজার। একাধিক জায়গার পাশাপাশি বালুরঘাট শহরও বুলডোজার তার খেল দেখালো। বেশ কিছু দিন আগে নবান্ন সভা ঘর থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে শহরে ফুটপাত গুলোকে দখলমুক্ত করতে হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন একাধিক জায়গায় পুলিশ প্রশাসন ও পৌরসভার তরফে চালানো হয় অভিযান ঠিক একই ছবি ধরা পরল বালুরঘাট শহরে। ১০ জুলাই অব্দি বালুরঘাট প্রশাসন সময়সীমা বেধে দিয়েছিল। ১১ই জুলাই অর্থাৎ আজ থেকে যেসব দোকানদারেরা তাদের ব্যবসায়িক সামগ্রী পাশাপাশি ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাবে সেই সমস্ত দোকানপাশার ভেঙ্গে দেওয়া হবে পাশাপাশি শহরে অবৈধভাবে বাইক পার্কিং ও গাড়ি পার্কিং করে রাখবে সেই সমস্ত গাড়ি বাইকগুলোকে ফাইন করা হবে। এদিন ১১ই জুলাই সেই সমস্ত দোকানপাশাগুলোকে ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে পাশাপাশি অবৈধভাবে শহরে বাইক ও চার চাকা পার্কিং গুলোকে করা হয় ফাইন। এদিন অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা পিডাবলুডি আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারি সহ বালুরঘাট পৌরসভার জন প্রতিনিধিরা ও পৌরকর্মীরা এদিন অভিযানে উপস্থিত ছিলেন। এদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় বালুরঘাট শহরে বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। এদিন বালুরঘাট শহরে একাধিক দোকান ভেঙে ফেলা হয় বালুরঘাট পৌরসভার তরকে।