কোলাঘাট জৈন মন্দিরের ১০০ বছরের ইতিহাস,রূপনারায়ন নদীর ৮০ ফুট নিচ থেকে পাওয়া যায় মূর্তি ।

0
20

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রয়েছে একশ বছরের পুরাতন জৈন মন্দির, জানা গিয়েছে ১৯০৮ সালে যৌন পরিবারের আটটি পরিবার কর্মসূত্রে কোলাঘাটে আসেন,এরপর পুজো আর চেনার জন্য এক পরিবারের বাড়িতে মন্দির তৈরি করা হয়, তখন থেকেই জৈন সম্প্রদায়ের মানুষ সেই মন্দিরে পূজা পাঠ করতেন, এরপর ১৯৩২ সালে কোলাঘাট জৈন মন্দির প্রতিষ্ঠা হয়, তখন থেকেই সেই আটটি পরিবার বেড়ে চল্লিশটি পরিবারের সদস্যরা পুজো পাঠ করতেন নিত্যদিন, কথিত আছে ১৯৬৫ সালে কোলাঘাটের রূপনারায়ণ নদীর জলস্তরের ৮০ ফুট নিচ থেকে বুদ্ধ মূর্তি পাওয়া যায়, এরপর বিভিন্ন আইনে প্রক্রিয়া সহ বিভিন্ন রীতিনীতি মেনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়, তবে তখনকার মন্দির ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে ১৯৮০ সাল থেকে ৮২ সালে কাচের তৈরি করা হয় ওই মন্দির, তখন থেকেই বহু দেশ-বিদেশের ভক্তরা এখানে আসেন এবং পুজো পাঠ করেন।