খবরের জেরেই পরিদর্শনে এলেন জেলা প্রশাসন।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদা—খবরের জেরেই পরিদর্শনে এলেন জেলা প্রশাসন।হাড়িয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা কেটে হু হু করে জল ঢুকছে গ্রামে। নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েতের বেশকিছু এলাকায়। ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশকিছু পরিবার।সেই খবর সম্প্রচারের পরেই প্রশাসনের তরফে পরিদর্শনে এলেন মালদা সদর এসডিও (SDO) পঙ্কজ তামাং সহ বামনগোলা বিডিও মনোজিৎ রায় ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সহ এলাকার প্রধান।বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং সুইচগেটের কিভাবে আরো জল লিখেছি ব্যবস্থা করা যায় সেই নিয়ে ব্যবসা করে জানিয়েছেন এছাড়াও রাস্তা ভেঙে যাওয়ায় রাস্তা মেরামতের শিকড়ের ব্যবস্থা করা হবে। এবং ক্ষতিগ্রস্ত জমি কৃষকদের বীমা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।