টাঙ্গন নদীর জলে প্লাবিত বামনগোলা ব্লকের,বামনগোলা ও গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েতের পারহবি নগর ও ঠাংভাঙ্গা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-টাঙ্গন নদীর জলে প্লাবিত বামনগোলা ব্লকের,বামনগোলা ও গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েতের পারহবি নগর ও ঠাংভাঙ্গা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি।রাস্তা ভেঙ্গে ওই এলাকায় জলবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০টি পরিবার। ওই এলাকাতেই রয়েছে।টাঙ্গন নদীর ভাঙ্গনের ফলে আতঙ্ক ছরিয়ে পরেছে এলাকায়।বেশ কিছু দিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পারহবি নগর এলাকায় রাস্তা ভেঙ্গে যায় নদী ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানাগিয়েছে প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য।গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনে তরফে কিছু ব্যাবস্থা নেওয়া হকো নয়লে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যা পরতে হবে।তাদের স্কুল,কলেজ,হাসপাতালে চিকিৎসা জন্য রাস্তা বর্তমানে বন্ধ।বাজার পর্যন্ত বন্ধ হয়ে পরেছে।আর অল্প জল পারলেই এলাকার বাড়িগুলিতে জল ঢুকবে আর কিছুদিনের মধ্যেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে যেতে হবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। বারবার নদী ভাঙ্গনের ফলে ঘর ছাড়া হচ্ছে গ্রামবাসীকে এই নিয়ে এক রাজ খুব উগরে দিয়েছে প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসী।এবিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায়, ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ মৌখিক ভাবে জানিয়েছেন আমার কাছে লিখিত অভিযোগ জমা পরেছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।আর বন্য পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব।যাযা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।