বালুরঘাট পৌরসভা ও বালুরঘাট থানার অভিযানের মধ্যে দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাত দখল মুক্ত করার কাজ।

0
20

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-বালুরঘাট শহরে এদিন থেকে শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১০ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর, এদিন বালুরঘাট পৌরসভা ও বালুরঘাট থানার অভিযানের মধ্যে দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাত দখল মুক্ত করার কাজ।

অপরদিকে, ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষ ভাবে করা হয় এবং জেলা জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে, তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামে জেলা বামফ্রন্ট। এদিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসক কে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ ভাবে ফুটপাত দখল মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে বামফ্রন্টের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

বাইট – অমর সরকার, আর এস পি জেলা কমিটির সদস্য।