বালুরঘাট শহরে শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান।

0
22

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-বালুরঘাট শহরে এদিন থেকে শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১০ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর, এদিন বালুরঘাট পৌরসভা ও বালুরঘাট থানার অভিযানের মধ্যে দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাত দখল মুক্ত করার কাজ।

অপরদিকে, ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষ ভাবে করা হয় এবং জেলা জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে, তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামে জেলা বিজেপি। এদিন বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ পৌরসভার অন্যান্য নাগরিক পরিষেবা উন্নয়নের বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান, নিরপেক্ষ ভাবে ফুটপাত দখল মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শহরের জল প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জলের সংযোগ, নিয়মিত আবর্জনা পরিষ্কার সহ নাগরিক পরিষেবা দিতে হবে।