দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিগত দুমাস যাবত মিলছে না বেতন ফলে বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক। অস্থায়ী শিক্ষকদের পক্ষ থেকে জানা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় এই আঠারো জন শিক্ষক যখন যুক্ত করা হয় গাইডলাইন মেনে তা করা হয়। সেই কারণে দেখা দিয়েছে। তবে শিক্ষকদের দাবি গাইডলাইন না মেনে পড়া হলে এতদিন পর্যন্ত কিভাবে তারা বেতন পাচ্ছিল অবিলম্বে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের করা হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে জানা যায় শিক্ষকদের অভিযোগ আমাদের ন্যায্য পাওনা থেকে কর্তৃপক্ষ বঞ্চিত করছে আমাদের মধ্যে অনেকে আছেন যারা বাইরে থেকে এসে এখানে শিক্ষকতা করে থাকি প্রতিদিন খরচ রয়েছে। বিগত দুই মাস যাবত বেতন না পাওয়ার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতি মুহূর্তে।
Home রাজ্য উত্তর বাংলা বিগত দুমাস যাবত মিলছে না বেতন ফলে বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের...