মালদার গাজোল প্রাথমিক বালিকা বিদ্যালয় এর উদ্যোগে এবং গাজোল সার্কেল চক্রের উদ্যোগে সাপের বিষয় নিয়ে ছাত্রীদের মধ্যে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

0
21

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ জুলাই:-  মালদার গাজোল প্রাথমিক বালিকা বিদ্যালয় এর উদ্যোগে এবং গাজোল সার্কেল চক্রের উদ্যোগে সাপের বিষয় নিয়ে ছাত্রীদের মধ্যে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই গাজোলের কয়েকটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সাপ দেখতে পায় এবং ছাত্র ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এছাড়া সাপে কেটে ছাত্র-ছাত্রীদের মৃত্যু ঘটেছে। সর্ব প্রেমিক জয়ন্ত চক্রবর্তীকে খবর দিলে তিনি এসে সাপ গুলো উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। গাজোল চক্রের বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কুমার রায়ের নির্দেশ, বিভিন্ন প্রকার সাপ এবং সাপে কামড়ালে কি কি করণীয় তার উপর একটা সচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই বিদ্যালয়ে। এছাড়া প্রজেক্টর এর মাধ্যমে সাপের বিভিন্ন ছবি দেখিয়ে শিক্ষামূলক সচেতনতা করেন আলোচনা করেন– সর্প প্রেমিক জয়ন্ত চক্রবর্তী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন : গাজোল চক্রের এসআই প্রশান্ত কুমার রায়, সর্বপ্রেমী প্রশিক্ষণ জয়ন্ত কুমার চক্রবর্তী , গাজোল গার্লস স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক ও ছাত্রী বিন্দু।