মালদা জেলা সংগ্রামী বাম যৌথ ‌ মঞ্চের উদ্যোগে হকার উচ্ছেদের প্রতিবাদে গাজোলে পথসভা ও বিক্ষোভ করেন।

0
20

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা জেলা সংগ্রামী বাম যৌথ ‌ মঞ্চের উদ্যোগে হকার উচ্ছেদের প্রতিবাদে গাজোলে পথসভা ও বিক্ষোভ করেন। মালদা জেলার সংগ্রামী যৌথ বাম মঞ্চের নেতৃত্ব এরা জানান হকার উচ্ছেদের প্রতিবাদে আমরা লড়ছি এবং জনগণকে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ।তারা বলেন হকার উচ্ছেদ করতে হলে আমাদের কোন আপত্তি নেই কিন্তু হকারদের পুনর্বাসন দিতে হবে তাদের সার্টিফিকেট দিতে হবে। তারা যেন ভালভাবে জীবিকা নির্বাহ করতে পারে। তারা বলেন আমাদের দাবিগুলির মধ্যে অন্যতম কেন্দ্রীয় বিজেপি সরকার জনবিরোধী নয়া তিন ফৌজদারি কালা কানুন তথা ন্যায় সংহিতা বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে ।একদিকে চরম বেকার সমস্যা অন্যদিকে বড় ব্যবসায়ীদের স্বার্থে রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের হকার উচ্ছেদের জন্য বিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সমস্ত হকার কে ২০১৪ সালের জীবিকা সুরক্ষা আইন অনুযায়ী ভেন্ডিং লাইসেন্স দিতে হবে। আমাদের দাবি পূর্ণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।