রাতের অন্ধকারে শাসক দলের দলীয় কার্যালয় পুড়ে ছাই। অভিযোগের তীর বিজেপির দিকে।

0
42

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃনমূলের দলীয় কার্যালয়ে গতকাল রাতে আচমকাই আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাঁশের কাঠামোর উপর ত্রিপল ও কাপড় দিয়ে তৈরী তৃনমূলের ওই কার্যালয়। কার্যালয়ের ভিতরে দলীয় ফ্ল্যগ, ফেস্টুন সহ বিভিন্ন আসবাবও পুড়ে যায়। আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় তৃনমূল কর্মীরা ঘটনাস্থলে জমায়েত করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানাতে থাকেন। তৃনমূলের দাবী লোকসভা নির্বাচনে এলাকার কোনো কোনো বুথে লিড পেয়ে বিজেপির লোকজন এভাবে পরিকল্পিত ভাবে তৃনমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাতে অগ্নি সংযোগ করেছে। বিজেপি অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবী তোলাবাজির ভাগ বাটোয়ারা ও এলাকায় ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃনমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়েছে। সেই গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়।