শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উঠলো অবৈধ ভাবে টাকা নিয়ে PHE পাম্পে নিয়োগের অভিযোগ।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উঠলো অবৈধ ভাবে টাকা নিয়ে PHE পাম্পে নিয়োগের অভিযোগ,প্রসঙ্গত এই পঞ্চায়েত বিজেপির দখলে, সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনসাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা নিরুপমা সামন্ত এই মর্মে জেলা সভাধিপতির কাছে একটি অভিযোগ দায়ের করেছেন, নিরুপমা সামন্তর অভিযোগ গত এক বছরে PHE র তৈরী করা জল মিশন প্রকল্পে যে সমস্ত অপারেটর নিয়োগ হয়েছে তা বেআইনি, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তিন লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করছেন, যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছ থেকে টাকা নিয়ে নাম সুপারিশ করা হচ্ছে কিন্তু এলাকায় বহু দুস্থ ছেলে রয়েছে তাদের নিয়োগ করা হচ্ছে না।  পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি জানান নিরুপমা সামন্ত গতকাল তার কাছে আসেন এবং নাকি স্বীকার করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের ধমকানিতে বাধ্য হয়ে এই অভিযোগ দায়ের করেছিলেন।যদিও বামদেব গুছাইতের দাবী সভাপতি তার নিজের দায়িত্ব নিজেই বুঝে উঠতে পারেননি, আমরাও না বুঝে ওনাকে সভাপতি করেছি।সভাপতির বিরুদ্ধে বড়ো অভিযোগ আনেন জেলা পরিষদের সভাধিপতির সাথে তার যোগসাজস রয়েছে, প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে,  কার্যত বিজেপি সভাপতি তৃণমূলের সাথে যোগসাজস রেখে অবৈধ নিয়োগ করছে অপরদিকে অপরদিকে  বলেই দাবি বামদেবের।অপর দিকে  জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন বিজেপি নেতা বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, একটি কাজের জায়গায় দাবিদার অনেকেই থাকেন, যারা কাজ পাননি তারা জনমানুষে ভুল বার্তা ছড়াচ্ছেন