শিশু সুরক্ষা কমিশনের চাপে অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ।

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদা : – শিশু সুরক্ষা কমিশনের চাপে অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাঠিহার থেকে উদ্ধার হয় অপহৃত নাবালক। খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ।
প্রসঙ্গত মালদার ইংরেজবাজারের যদুপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে। সেই শিশুটিকে বন্ধ ঘরে নির্যাতনের ছবি ভাইরাল হয়।
সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বারবার থানায় গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। পরে মালদা শিশু সুরক্ষা দপ্তরের চাপে মালদার ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় । সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে আজ সকাল পৌনে ছটায় বিহারের কাটিহার অভিযুক্ত বৌদির বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটি। গ্রেফতার করা হয় অভিযুক্ত বৌদিকে। নিয়ে আসা হয় ইংরেজ বাজার থানায়। নাবালক উদ্ধারের খুশি পরিবার।