সিমেন্ট বোঝাই গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা মৃত্যু ৬ জনের,শোকের ছায়া কেশপুরে।

0
26

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সিমেন্ট বোঝাই গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা মৃত্যু ৬ জনের, মৃত্যুর সংবাদ আসতেই শোকের ছায়া গোটা এলাকায়। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মেদিনীপুর গামী রাজ্য সড়কের পঞ্চমীর বড়পোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগ(২৫) একমাস আগে বিয়ে করেন কেশপুরের নেড়াদৌউলের ভগবানচক এলাকায় অপর্ণা র (২৫) সাথে। হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রনা শুরু হলে প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী সহ শ্যামচক গ্রামের বাপের বাড়ি সদস্যরা অপর্ণাকে মেদিনীপুরের উদ্দেশ্যে নিয়ে য়াওয়ার সময় পঞ্চমীর কাছে ঘটে মরমার্ন্তিক ঘটনা। একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা ও অ্যাম্বুলেন্স গাড়ির চালক। সাতসকালে এই ঘটনা ক্ষীরপাই কাশিগঞ্জ এলাকায় পৌঁছাতে গোটা এলাকা জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া। শ্যামাপদর বাড়ির সামনে জোড় হয়েছে প্রতিবেশীরা।