নিজস্ব সংবাদদাতা, মালদা—হাড়িয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা কেটে হু হু করে জল ঢুকছে গ্রামে। নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হল মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু এলাকায়। ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশকিছু পরিবার। তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি-এমনটাই অভিযোগ দুর্গতদের।এখন চিন্তায় পরেছে গ্রামের বাসিন্দারা এই মূহুর্তে জল বারলেই বাড়িতে জল ঢুকবে মনে করছেন এলাকাবাসী।বর্তমানে এখন এক মাত্র ভরসা বিএসএফ রোড যা সন্ধ্যার পরে চলাচল বন্ধ হয়ে পরে বিএসএফ রোড দিয়ে চলাচল করতে অনেক সমস্যা মুখে পরতে হয় এলাকাবাসীদের।এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় গরু ছাগল নিয়ে সমস্যা পরেছে এলাকাবাসী।এলাকার বাসিন্দারা জানান নেতা মন্ত্রীরা আসে দেখে চলে যায় কোন কাজ করেনা।এই রাস্তার বন্যা জল ঢোলার আগে রাস্তার বিভিন্ন জায়গায় কালভার্ট বসানো হলে এই পরিস্থিতি হতো না।এই নিয়ে বিজেপির নেতা তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে অভিযোগ রাজ্য সরকার কোন ব্যবস্থা নেয়নি আজ এই অবস্থা হতো না।তৃণমূল কংগ্রেসের তরফ জানানো হয় তাদের সব রকম ব্যবস্থা নেওয়া রয়েছে। প্রশাসনের আধিকারিকরা নজর রাখছেন সব রকম ব্যবস্থা করছেন।গঙ্গা ভাঙ্গ সহ বর্ডার এলাকায় কেন্দ্রের কাজ করার কথা তারা কোন কাজ করেনি বলেই আজ এ পরিস্থিতি। এই নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত।