৩০ বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আমগাছের পরিচর্যা করে চলেছে, নেশা তাঁর বিরল প্রজাতির আমগাছ সংগ্রহ করা।

0
28

নিজস্ব সংবাদদাতা, মালদা—পাগল তো অনেক দেখেছেন এবার এক নতুন পাগলো।৩০ বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আমগাছের পরিচর্যা করে চলেছে।নেশা তাঁর বিরল প্রজাতির আমগাছ সংগ্রহ করা। তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ১১৫ প্রজাতির আমগাছ। আশ্চর্যজনকভাবে তাঁর সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন মুহুর্তে নাম বলে দিতে পারেন। জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ সম্ভব, তা প্রমাণ করা তাঁর উদ্দেশ্য। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত। জেলার মাটিতে ফলানো এসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তাঁর লক্ষ্য। ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানই হয়ে উঠেছে এখন সংগ্রহশালা। আগ্রহী চাষিরা তাঁর কাছে মরামর্শ নিতে এলে সহাস্যে পরামর্শ দিয়ে থাকেন। বয়স যখন ১৫ তখন থেকে আমগাছের পরিচর্যার সঙ্গে যুক্ত। অভিজ্ঞতার দিকে এখন তিনি হয়ে উঠেছেন ‘‌আম মাস্টার’‌।