দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে গড়ে উঠবে এডুকেশন হাব,পরিদর্শনে সভাধিপতি উত্তম বারিক।

0
24

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে গড়ে উঠবে এডুকেশন হাব, পরিদর্শনে সভাধিপতি উত্তম বারিক।
বেলুড় মঠের সহযোগিতায়, দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে একটি এডুকেশন হাব গড়ে তোলার লক্ষ্যে এদিন দীঘা রামকৃষ্ণ মদ ও মিশনের আধিকারিক স্বামীর নিত্য বোধা নন্দজির সঙ্গে বৈঠক করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। মুখ্যমন্ত্রীর কথামত দীঘা উন্নয়ন পর্ষদের অধীন একটি জায়গা চিহ্নিতকরণ করা হচ্ছে যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদ্যালয় গড়ে উঠবে। যেখানে সাধারণ মধ্যবিত্ত এমনকি দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা ও সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করতে পারবেন। তাই এদিন দীঘা রামকৃষ্ণ মঠ মিশনের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সভাধিপতি উত্তম বারিক,
সেইসঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া, এছাড়া রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার,
পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। মৎস্যজীবী সংগঠনের নেতৃত্ব লক্ষীনারায়ণ জানা, এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ। দীঘা সহ মান্দারমনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, তারমধ্যে যেকোনো একটি জায়গায় কে চিহ্নিত করে সেই জায়গা রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে তুলে দেওয়া হবে যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান হাত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের। তাই জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদএলাকায় একটি জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে যা খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে।