দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স।

0
33

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  বর্তমানে অস্বাভাবিক ভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বেড়েছে৷ দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের এনিয়ে বৈঠক করেছেন। এরপরই বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স। দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকররা যৌথ ভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ অন্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকরা। এদিকে দাম বেশি থাকায় সর্তক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের। দাম বেশি নয়, যেটা দাম হওয়া দরকার সেই দামেই সবজি বিক্রি করার কথা বলেন। মূলত মুখ্যমন্ত্রী নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। আগামী দিনে বালুরঘাটের অন্য বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স।