পূর্ব বর্ধমান জেলা, বনদপ্তরের তরফে গাছ বিতরণ ও ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল বন মহোৎসব পালন।

0
35

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলা, বনদপ্তরের তরফে গাছ বিতরণ ও ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল বন মহোৎসব পালন। এই বনমহোৎসব চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। বন মহোৎসব যার মানে হল গাছের উৎসব। “সবুজ বাংলা, বিশ্ব বাংলা। মায়ের হাতে চারা গাছ পথ দেখাবে বাংলা আজ”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানই হল এখন বনমহোৎসবের মূলমন্ত্র।
সামগ্রিকভাবে গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় আরো সক্রিয় হতে মানুষকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ এই বনমহোৎসব।
পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে শহর বর্ধমানের রমনা বাগানে ঘুরতে আসা শর্মিলা চ্যাটার্জি জানান, আমরা এসেই দেখলাম এখানে গাছের চারা রাখা হয়েছে, সকলকে পরিবেশনের জন্য। আমরাও কয়েকটা চারা গাছ নিলাম,পেয়ারা এবং শিশু গাছের চারা নিয়েছি। গাছগুলি লাগিয়ে যত্ন করে বড় করলে সব দিক থেকেই কাজে লাগবে। বিশেষ করে আগামী প্রজন্মের কথা ভেবে বৃক্ষ রোপন ভীষণ জরুরী।