প্রথম বিবাহ বার্ষিকীকে সামনে রেখে মরণোত্তর দেহদান করে মানব কল্যানে দৃষ্টি স্থাপন করলেন দেউলটির নবদম্পতি।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিবাহ বার্ষিকী নবদম্পতির জীবনে এক অন্য রকম অধ্যায়, আর এই বিবাহ বার্ষিকীকে সামনে রেখে হাওড়া জেলার দেউলটির বিবাহ বার্ষিকীকে সামনে রেখে মরণোত্তর দেহদান করে মানব কল্যানে দৃষ্টি স্থাপন করলেন এক দম্পতি, জানা গিয়েছে ২৫ বছর বয়সী সুস্মিতা কুন্ডু সামন্ত বিভিন্ন সামাজিক কাজে বরাবরই প্রবল আগ্রহ। অতি ক্ষুদ্র ক্যান ভাসে ছবি এঁকে ইতি মধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সংবাদের শিরোনামে এসেছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাত্র এক বছর আগে ১৪ জুলাই আজকের দিনে। জীবন সঙ্গী বিট্টু সামন্ত এবং সুস্মিতা দুজনেই চিকিৎসা বিজ্ঞান কে সমৃদ্ধ করতে এবং আর্তদের সেবার উদ্দেশ্যে কোলাঘাট ননসেন্স ক্লাবের আয়োজনে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করে মানব কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করলেন। আজকে দেহ দানে সামিল হলেন ভাইবোন সুজাতা বেরা ও সুজন বেরা, চন্ডি মান্না ও রীনা মান্না প্রমুখ ব্যাক্তি বর্গ।