মালদহের বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মূর্মু।

0
47

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — মালদহের বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মূর্মু। বামনগোলা ব্লকের,গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েত,বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এর নারায়ণপুর ও শোনঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙ্গেচুরে শেষ হয়ে গেছে,সেই সব জায়গায় পরিদর্শন করেন।এ বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মূমূ বলেন আমরা বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গেছে কোথাও আবার রাস্তার উপর দিয়ে বুঝে জল এই নিয়ে তিনি আরো বলেন ছোটপাথারি এলাকায় যে সুইচগেট করা হয়েছে সেখানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে তার ফলে নিকাছি ব্যবস্থা সমস্যার মুখে পড়তে হয়। বন্যার পরিস্থিতির জন্য বামনগোলা বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।ছোট পাথারি এলাকায় জল নিকাশি জন্য বড় করে জল পাস করার জন্য ব্যবস্থা করা দরকার তারপরে জল বেরিয়ে গেলে কোন সমস্যা হবে না এ বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু।