কুসংস্কার অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী গ্রামগুলিতে সংবিধান ও গণতন্ত্র লাগু করার দাবি।

0
34

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুসংস্কার অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী গ্রামগুলিতে সংবিধান ও গণতন্ত্র লাগু করার দাবি। এনিয়ে সোমবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে একটি ডেপুটেশান কর্মসূচি নেওয়া হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজেদের দাবি তুলে ধরতে আসেন এই আদিবাসী সংগঠন।
তাদের কথায়, আদিবাসীদের সমাজ চলে নিজেদের প্রাচীন প্রথার দ্বারা। সেখানে ভারতের সংবিধান ও গণতন্ত্র লাগু হয়নি। ফলে ডাইনি এবং কুসংস্কার প্রথার ব্যাপক বাড়বাড়ন্ত। প্রতিটি আদিবাসী গ্রামে সংবিধান ও গণতন্ত্র যথাযথভাবে প্রয়োগের দাবি।